পাবনার চাটমোহরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (০৬ নভেম্বর ) বেলা ২.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর এস.এম নূরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স এ.এস.আই আমিনুল ইসলাম, এ.এস.আই আমিনুর রহমান, এ.এস.আই শামীম হোসেন উপজেলার হান্ডিয়াল দরাপপুর ভাঙ্গাব্রীজ এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেন। হান্ডিয়াল পুরাতন বল্লভপুর গ্রামের মোতালেব মন্ডলের দুই ছেলে আব্দুল আলীম (৩৮) ও মামুন হোসেন ওরফে খোকন (৩৫) কে ৪.৪০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুুলিশ।
হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.এম নূরুজ্জামান জানান, আসামিদেরকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণেরে জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
চাটমোহরে হেরোইনসহ আটক ২
প্রকাশিত হয়েছে- শনিবার, ৬ নভেম্বর, ২০২১