মাদক সেবনের দায়ে রিগান খান (২৭) নামের এক যুবকের ২১ দিনের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত রিগান জেলার গৌরনদী পৌর এলাকার সুন্দরদী মহল্লার নান্নু খানের পুত্র।
বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের উপ-পরিদর্শক মোঃ ফাইজুল ইসলাম হৃদয় হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় টরকী ভিক্টোরী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে গাঁজা সেবনরত অবস্থায় রিগানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক রিগানকে ২১ দিনের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আলাদত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স। রাতেই দন্ড প্রাপ্তকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গৌরনদীতে মাদক সেবীর কারাদন্ড
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১