মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে মাইক্রোবাস খাদে পরে পাঁচ জন চায়না নাগরিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, সকালে ঢাকা থেকে পাঁচ জন চায়না প্রকৌশলীকে নিয়ে বরগুনার আমতলী পাওয়ার প্লান্টের উদ্দেশ্যে যাচ্ছিলো মাইক্রোবাসটি। পথিমধ্যে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে খাদে পরে যায়। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছেন। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
বরিশালে পাঁচ চায়না প্রকৌশলী নিয়ে মাইক্রোবাস খাদে
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১