বরিশালের আগৈলঝাড়ায় প্রথমবারের মতো ফিজিওফেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সড়কে ‘মডার্ন ফিজিওফেরাপি সেন্টার’ উদ্বোধন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটক, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মামুন মোল্লা, ডা. সৈকত জয়ধর, ডা. সমীরণ হালদার, ডা. রাজু বিশ্বাস, ডা. মিজানুর রহমানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও ষ্ঠাফরা।
এই সেন্টারের মাধ্যমে ঘাড়, কোমর ও হাঁটু ব্যথা, বাত ও বয়স্কজনিত জয়েন্টের ব্যথা, মেরুদন্ড সমস্যাসহ বিভিন্ন ধরনের সমস্যার সমাধানে প্রয়োজনীয় ফিজিও থেরাপি গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় ফিজিও থেরাপি সেন্টার উদ্বোধন
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১