বরিশালের আগৈলঝাড়ায় নির্বাচনী আচরণ বিধিমালা অমান্য করে সংরক্ষিত প্রার্থী সান্তনা বেগমের বিরুদ্ধে ধর্মীয় উপাসনালয় ব্যবহার করে নিজের পক্ষে প্রচারণা ও ভোটারদের আকৃস্ট করতে লোকজনকে খাদ্য সরবরাহ করার অভিযোগ করেছেন প্রতিদ্বন্দি প্রার্থী।
২নং বাকাল ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত-১নং ওয়ার্ডে হেলিকপ্টার মার্কার প্রার্থী রুবিনা আজাদ উপজেলা নির্বাচন অফিসে দায়ের করা অভিযোগে জানান, তার প্রতিদ্বন্দি প্রার্থী ও বর্তমান মেম্বর সান্তনা বেগম নির্বাচন আচরণ বিধিমাল অমান্য করে মঙ্গলবার রাতে নির্বাচনী এলাকায় ধর্মীয় উপাসনালয় (বাকাল গোবিন্দ মন্দির) ব্যবহার করে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন। যা আচরণ বিধিমালার ২০ধারার অপরাধ। তিনি শুধু নির্বাচনী প্রচারণা চালিয়েই ক্ষ্যান্ত হননি; সেখানে উপস্থিত লোকজন ও ভোটারদের নিজের পক্ষে নেয়ার জন্য রান্না করা খিচুড়ি পরিবেশ করে আরচণ বিধিমারার ১৭ এর (খ) এবং (গ) ধারার অপরাধ করেছেন। একই সাথে তিনি সান্তনার বিরুদ্ধে লোকজনকে আর্থিক সহায়তা প্রদান করে ভোটারদের প্রভাবিত করতে প্রলুব্দ করারও অভিযোগ করেন তিনি।
অন্যদিকে গৈলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের টিউবওয়েল মার্কার প্রার্থ শামীম হোসেন মঙ্গলবার নির্বাচন অফিসে লিখিত অভিযোগে তার নির্বাচনী কেন্দ্র উত্তর শিহিপাশা নি¤œ মাধ্যমিক বিদ্যালয় ও উত্তর শিহিপাশা সরকারী প্রাথািমক বিদ্যালয়ে প্রতিদ্বন্দি প্রার্থীদের বিরুদ্ধে ভোট কারচুপির আশংকার অভিযোগ করে কেন্দ্র দুটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকাভুক্ত করে সুষ্ঠ ভোট গ্রহনের জন্য ব্যবস্থা নেয়ার আবেদন করেছেন।
অভিযোগের বিষয়ে প্রার্থী সান্তনা বেগমকে একাধিকবার ফোন দিলেও তার ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রিটার্নিং অফিসার মো. সহিদুল্ল্যা বলেন- শামীম হোসেনের অভিযোগ অনুযায়ি ব্যবস্থা নিতে পদক্ষেপ গ্রহন করা হয়েছে। অপর প্রার্থী রুবিনা আজাদের অভিযোগ তিনি আইন মৃংখলার মিটিং এর জন্য দেখতে সময় পান নি। অভিযোগ দেখে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবেন বলে জানিয়েছেন তিনি।

সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় আচরণ লংঘনের অভিযোগে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের
প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ নভেম্বর, ২০২১