আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে ১১ নভেম্বর । তবে কিশোরগঞ্জ তাড়াইলে হতে যাচ্ছে এক ব্যতিক্রমধর্মী নির্বাচন।
তাড়াইল উপজেলায় মোট ৭ টি ইউনিয়ন, এর মধ্যে ৬ নং দিগদাইড় ইউনিয়ন পরিষদ একটি তবে এখানেই হতে যাচ্ছে আপন ২ ভাইয়ের নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতা।এক ভাইয়ের প্রতিপক্ষ আরেক ভাই। উক্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৫ জন প্রার্থী অংশগ্রহণ করেছেন তার মধ্যে একই মায়ের গর্ভে ধারণ করা দুই ভাই দুজনেই জাতীয় প্রতীক নৌকা ও লাঙ্গল নিয়ে অংশগ্রহণ করেছেন উক্ত নির্বাচনে।
বড় ভাই মোঃ গোলাপ হোসেন ভুঁইয়া নৌকা ও ছোট ভাই মোঃ আশরাফ উদ্দিন ভুইঁয়া (আসাদ) লাঙ্গল প্রতীকে মনোনয়ন পেয়েছেন। তবে দুজনেই সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বিজয়ের লক্ষ্য মাঠে কাজ করে যাচ্ছেন।
#চলনবিলের আলো / আপন