রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ-৬,(আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলম এর মাতা এসেদা রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহী ওয়া .,.রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর । রবিবার রাত আড়াইটায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। রবিবার বাদ যোহর নিজ বাসভবন নওগাঁর রাণীনগর উপজেলার ঝিনা গ্রামে নামাযে যানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
পারিবারিক সত্রে জানাগেছে, এমপি মাতা এসেদা রহমান দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত কারনে নানা সমস্যায় ভ‚গছিলেন। ক’দিন আগে কিডনিরোগ,ডায়াবেটিকস ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর পর চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত অনুমান আড়াইটায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। রবিবার দুপুরে বাদ যোহর নামাযে যানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। নামাযে জানাযায় নওগাঁ ডিআইও-১ মোবারক হোসেন, রাণীনগর-আত্রাই উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান,উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ ওসি এবং বিভিন্ন দলীয় রাজনৈতিক নেতাকর্মীসহ অংশ নেয়।
এসেদা রহমান উপজেলার গোনা ইউনিয়নের ঝিনা গ্রামের মৃত আজিজুর রহমানের স্ত্রী ও এমপি ইসরাফিল আলম এর মাতা। মৃত্যুকালে তিনি এক ছেলে চার মেয়েসহ অসংখ্য গুনাগ্রাহি রেখে যান। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকাহত পনিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আত্মার মাগফেরাত কামনা করেছেন।