“দক্ষ যুব সমৃদ্ধি দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাটমোহরে জাতীয় যুব দিবস ২০২১উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্যেদিয়ে দিবসটি পালিত হয়েছে।
সোমবার (১ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সৈকত ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাপ্তাহিক সময় অসময় সম্পাদক কে,এম বেলাল হোসেন স্বপন। অনুষ্ঠানে উপজেলার প্রশিক্ষিত ১০ জন যুব সদস্যের মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ এবং ৩০ জন যুব প্রশিক্ষিত সদস্যকে সনদ পত্র প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।
রবিবার , ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই শাবান, ১৪৪৭ হিজরি
চাটমোহরে জাতীয় যুব দিবস পালিত
প্রকাশিত হয়েছে- সোমবার, ১ নভেম্বর, ২০২১