জেলার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে বিদ্যুতায়িত হয়ে আহাদুল ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আহাদুল ওই গ্রামের বাসিন্দা সবুজ ঢালীর পুত্র।
শনিবার দিবাগত রাতে সবুজ ঢালী অভিযোগ করেন, শনিবার দিনভর তাদের এলাকার বিদ্যুৎ লাইনের দুই পার্শ্বের গাছের ডাল কাটার কাজ করে পল্লী বিদ্যুত সমিতির শ্রমিকরা। এসময় বিদ্যুতের তারের সাথে গাছের কাটা ডাল রেখে শ্রমিকরা চলে যায়। ওইদিন বিকেলে লাইন চেক না করেই বিদ্যুৎ সরবরাহ করার পর তার ছিড়ে পরে। তিনি আরও জানান, তার পুত্র আহাদুল ইসলাম সেখান দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের কাটা তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করে। তিনি (সবুজ) আরও জানান, এসময় তার মা হাওয়ানুর বেগম ও প্রতিবেশী শেফালী বেগম ছুঁটে এসে আহাদুলকে বাঁচানোর চেষ্টা করলে তারাও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
অবহেলার অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনন্দ কুমার বলেন, লাইনম্যানরা চেক করার পরেই বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
বরিশালে পল্লী বিদ্যুতের ভুলে বিদ্যুতায়িত হয়ে কিশোরের মৃত্যু
প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ অক্টোবর, ২০২১