জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনকরণ কার্যক্রম দক্ষতার সাথে সম্পাদনের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের সম্মাননা সনদপ্রাপ্ত গুরুদাসপুরের বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মোজাম্মেল হক এখন নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করতে শুক্রবার রাত সাড়ে ৮টায় বিয়াঘাট ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একাট্টা হয়ে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করেন।
বিয়াঘাটের আওয়ামীলীগ নেতা মো. মতিউর রহমানের সভাপতিত্বে দস্তনানগর ২নং ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত ওই নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যকালে ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামীলীগকে ভোট দিতে হবে। বিয়াঘাট ইউনিয়ন এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হচ্ছে। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে জনগণের সব দাবি পুরন করে গরিব দুঃখি মানুষের পাশে আছি। তাদের বিভিন্ন ভাতাকার্ড প্রদানে অত্যন্ত স্বচ্ছতার সাথে কাজ করেছি। জাতীয় পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনে দেশের শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সম্মাননা সনদ পেয়েছি। তাছাড়া জেলা আওয়ামীলীগের সভাপতি মো. আব্দুল কুদ্দুস এমপির আশির্বাদে আমার ইউনিয়নের সকল উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় ইউপি চেয়ারম্যান হয়ে আমি নৌকা প্রতিকের একজন কাঙ্খিত মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। আরো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে সকলের দোয়া ও ভোট চান তিনি।
এদিকে নির্বাচনে দলমত নির্বিশেষে মোজাম্মেল হককে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানিয়ে ওই উঠান বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা জব্বার সোনার, বিয়াঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, দস্তনানগর ওয়ার্ড যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, প্রধান শিক্ষক কফিল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সামছুল হক, ইউপি সদস্য করিম মৃধা, সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান, কুমারখালী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহেল রানা, মেম্বার পদপ্রার্থী নদী দেওয়ান, আরশেদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর হোসেন প্রমূখ। নির্বাচনী ওই উঠান বৈঠক সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল মামুন।

সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানকে বিজয়ী করতে একাট্টা নেতৃবৃন্দ
প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ অক্টোবর, ২০২১