রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের গৌরনদীতে করোনা নতুন করে আরও দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে এক জন গৌরনদী পৌর আওয়ামী লীগ নেতা ও অপরজন খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েদ মোঃ আমরুল্লাহ। নতুন করে দুই জন নিয়ে উপজেলার মোট আক্রান্তের সংখ্যা দাড়ালে ৩৭ জন। এর মধ্যে মারা গেছে একজন।