বৃহস্পতিবার , ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি

আটোয়ারীতে কিশোরীদের আত্মরক্ষামুলক প্রশিক্ষণ শুরু

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

পঞ্চগড়ের আটোয়ারীতে কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ বৃদ্ধিতে আতœরক্ষামূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) সকালে মানব কল্যাণ পরিষদ-এমকেপি প্রকল্প অফিস চত্ত্বরে ফিতা কেটে ৫ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান। বেসরকারী উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি’র আয়োজনে, প্রমোশন অফ সোশ্যাল পার্টনারশিপ ফর ইম্পাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজড কমিউনিটি ইন ৬ ডিসট্রিক্ট এন্ড এট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ-প্রসপেক্ট প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে দাতা সংস্থা নেটজ বাংলাদেশ এর সহযোগিতায় এবং বিএমজেড এর অর্থায়নে প্রশিক্ষনের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আলোয়াখোয়া তফশিলী স্কুল এন্ড কলেজের সহঃ প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র বর্মন , উপজেলা নাগরিক সমাজ সংগঠনের সভাপতি মোঃ নাজিম কিবরিয়া, প্রসপেক্ট প্রকল্পের এলাকা সমন্বয়কারী মঞ্জুরুল তারিক, মাঠ সহায়ক প্রদীপ কুমার বর্মন, প্রতিমা রানী বর্মন, মনিরুজ্জামান । অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহনকারী কিশোরীরা নিজেদেরকে যেমন যৌনহয়রানির শিকার থেকে রক্ষা করতে পারবে তেমনি তারা নিজেদেরকে শারীরিক ও মানষিকভাবে বিকশিত করতে পারবে। বৃদ্ধি পাবে আত্মবিশ^াস আর এই আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে সমাজে নারী অধিকার রক্ষায় ভূমিকা রাখতে পারবে। বক্তাগণ প্রশিক্ষণ প্রাপ্ত কিশোরীদের তাদের নিজ নিজ এলাকার কিশোরীদেরও এই প্রশিক্ষণ প্রদানের অনুরোধ করেন। উপজেলার কর্মএলাকার ৬টি বিদ্যালয়ের ২০ জন ছাত্রীর অংশগ্রহনে ৫ দিন ব্যাপী কিশোরীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ