বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আওয়ামীলীগে সদস্য ও সাবেক আহ্বায়ক মো. আব্দুর রাজ্জাক মাষ্টার এবং নৌকার বিপক্ষে সতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল মন্নান মৃধাকে সংগঠন থেকে বহিস্কারের সুপারিশ করে উপজেলা আওয়ামীলীগের কাছে প্রেরন করেছে। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. স হিদুল ইসলামের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা বিষয়টি নিশ্চিত করে বলেছেন সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিদ্রোহী প্রার্থী আ: রাজ্জাক মাস্টারের সাথে যোগাযোগ করে তার মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান চেয়ারম্যান আ: মন্নান মৃর্ধা বলেন, আমি নৌকার প্রার্থী ছিলাম কিন্তুু পাইনি। যিনি প্রার্থী তিনি কিংবা তার পক্ষ থেকে কেউ আমাকে ডাকেনি। তাই আমি বাড়িতে বসে আছি। বহিস্কারের বিষয়টি এখন পর্যন্ত আমি জানিনা।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
বানারীপাড়ায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় দুই জনকে বহিস্কারের সুপারিশ
প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ অক্টোবর, ২০২১