শনিবার , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় রাস্তার অভাবে দুর্ভোগের শিকার স্কুল শিক্ষার্থী ও গ্রামবাসী

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

পাবনার ভাঙ্গুড়া উপজেলার প্রাচীন একটি গ্রাম পার-ভাঙ্গুড়া। এই গ্রামে জন্ম নিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা এম. হোসেন আলী। যিনি মুক্তি যুদ্ধ কালে কলকাতায় পাকিস্তান দূতাবাসে সর্ব প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন। এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়েই তিনি লেখা পড়া করেন। অথচ স্কুলটির সাথে সংযোগের প্রাচীন সড়কটি সংস্কার অভাবে ভেঙ্গে গেছে। এর পাশেই রয়েছে একটি ক্যানাল। এর উপর নির্মিত পুরাতন ফুট ব্রিজটি ও ক্ষতিগ্রস্থ। তাই ঝুঁকি নিয়ে বাশেঁর সাঁকো দিয়ে পারা পার হচ্ছে স্কুলের শিক্ষার্থী ও গ্রামের অধিবাসী।

পার-ভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র মারুফ ও মহুয়া পারভিন জানায়, গ্রামের উত্তর এবং পশ্চিম পাড়ার সাথে স্কুলে যাতায়াতের রাস্তাটি ভেঙ্গে পড়েছে ক্যানালে। তাই অন্যেও বাড়ির উপর দিয়ে স্কুলে যাতায়াত ও বাঁশের সাঁকো পারাপারে তাদের খুব কষ্ট হচ্ছে।

প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, এই স্কুলে নির্বাচনী কেন্দ্র থাকায় ভোটের সময় ও সরকারি কাজে অনেক সমস্যায় পড়তে হয়। তিনি ওয়াপদা ¯্রুইজ গেট থেকে তিনশ মিটার রাস্তাপুন:নির্মানের দাবি জানান।

গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মুক্তিযোদ্ধা হোসেন আলীর ভাই মাওলানা আব্দুল মান্নান বলেন, ক্যানালের পাশ দিয়ে প্রাচীন রাস্তাটি পুন:নির্মান করলেই কেবল এই সমস্যা দূও হবে।

পার-ভাঙ্গুড়া ইউনিয়নের চেয়ারম্যান মো: হেদায়তুল হক স্কুল শিক্ষার্থী ও গ্রামবাসীর দুর্ভোগের কথা স্বীকার কওে বলেন, রাস্তার পাশের ক্যানালটি গভীর হওয়ায় এর পাশ দিয়ে রাস্তা নির্মাণ করতে অনেক টাকা ব্যয় হবে। যার প্রকল্প গ্রহন করা একজন ইউনিয়ন চেয়ারম্যানের পক্ষে সম্ভব নয়।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন, সাবেক রাষ্ট্রদূত ও মুক্তিযোদ্ধা হোসেন আলীর গ্রামের ওই রাস্তাটির ধার দিয়ে সুইচ গেটের পানি বড়াল নদীতে গড়ে পড়ায় বড় খালের সৃষ্টি হয়েছে। তাই এই রাস্তা পুন:নির্মাণে উচ্চ পর্যায়ের প্রকল্প নেওয়া প্রয়োজন।

গ্রামবাসী মুক্তিযোদ্ধা হোসেন আলীর স্মৃতি বিজড়িত স্কুলের ছাত্র-ছাত্রী ও গ্রামের মানুষের এই সংযোগ সড়কটি পুন:নির্মানের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।