সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে নৌকা প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নৌকার প্রার্থীর বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছাড়ানোর প্রতিবাদে ইউনিয়ন আওয়ামীলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের নৌকার প্রার্থী এ.কে.এম আহমেদুল কবীর রাঙ্গার বিরুদ্ধে গত ২৭ অক্টোবর সরকার বিরোধী জামায়াত/বিএনপি’র মদদদাতা Md. Sirajul Islam এর ফেসবুক আইডি থেকে বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাইয়ের সময় পুলিশের হাতে আটক এ.কে.এম আহমেদুল কবীর রাঙ্গা-কে নৌকার মনোনয়ন দেওয়ায় আওয়ামীলীগ সমর্থিত নেতা কর্মীদের চরম হতাশা শীর্ষক যে খবরটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত অপপ্রচারের প্রতিবাদে ২৮ অক্টোবর বিকেলে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে হোসেনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদক সহ ১৮ জন উপস্থিত থেকে এ প্রতিবাদ সভার করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী, সাবেক ভিপি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউনিয়ন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, ফিরোজ কবীর সুমন, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত ও হোসেনপুর ইউনিয়নের নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ.কে.এম আহমেদুল কবীর রাঙ্গাসহ উপজেলা আওয়ামীলীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তরা এসব ঘটনায় উপরোক্ত আইডিধারী পরিকল্পিত আওয়ামীলীগসহ চলমান ইউপি নির্বাচন বিরোধী বিএনপি/জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে অতি উৎসুকবশতঃ জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর নৌকার বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রসহ অপপ্রচারে লিপ্ত। আমরা উপস্থিত নেতৃবৃন্দ উক্ত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।