শুক্রবার , ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ২৭শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গৌরনদীতে ও আগৈলঝাড়ায় পৃথক ঘটনায় ৭জন আহত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

ভ্যানে যাত্রী না নেয়ায় সুমন হাওলাদার (১৫) নামের এক কিশোর ভ্যান চালককে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা আহত সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন আহত সুমন জানায়, বুধবার সন্ধ্যায় বাটাজোর বন্দর থেকে আটক গ্রামের দিকে যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এসময় তার ভ্যানে জায়গা না থাকায় ওই গ্রামের জব্বার মোল্লা নামের এক যাত্রীকে ওঠাতে পারেননি। এ ঘটনার জেরধরে তর্কাতর্কির একপর্যায়ে তাকে (সুমন) পিটিয়ে গুরুতর আহত করা হয়। এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে পূর্ব শরিফাবাদ গ্রামে পূর্ব বিরোধের জেরধরে বিধবা নারীর বাসতবাড়িতে ঢুকে হামলা চালিয়ে নারীসহ তিনজনকে আহত করা হয়েছে বলে অভিযোগে বুধবার রাতে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলেন পূর্ব শরিফাবাদ গ্রামের মৃত আবুল হাওলাদারের স্ত্রী শাহনাজ পারভীন তার পুত্র আমিন হাওলাদার ও কন্যা ডেনি আক্তার। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন আহত আমিন হাওলাদার জানিয়েছেন, পূর্ব বিরোধের জেরধরে তাদের বসতবাড়িতে ঢুকে হামলা চালিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় ইউপি সদস্য জসিম হাওলাদার ও তার লোকজন। হামলা ঠেকাতে গেলে তার মা শাহনাজ পারভীন এবং বোন ডেনি আক্তারকে পিটিয়ে আহত করা হয়। এসময় হামলাকারী তাদের বসতঘর ভাঙচুর করে বাড়ি থেকে বের হওয়ার জন্য বাঁশের সাকো ভেঙ্গে দিয়ে সড়কের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। অপরদিকে ভ্যানে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বাটাজোর বাসষ্ট্যান্ডে সুমন হাওলাদার নামের এক কিশোর ভ্যান চালককে পিটিয়ে আহত করেছে জব্বার মোল্লা নামের এক যাত্রী। আহতরা সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।
এদিকে আগৈলঝাড়ায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব সুজনকাঠি সড়কে মোড় ঘোরার সময় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে পূর্বসুজনকাঠি গ্রামের খলিল মোল্লার ছেলে মেহেদী মোল্লা, হুমায়ন মোল্লার ছেলে আবির মোল্লা ও আজগর মোল্লার ছেলে সৌরভ মোল্লা আহত হয়।
এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে গুরুতর আহত মেহেদী মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন কর্তব্যরত চিকিৎসক।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।