‘দাবি আমাদের একটাই, শহিদুল্লাহ ছাড়া নৌকা চাই, এ শ্লোগানে জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহিদুল্লার মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার(২৮ অক্টোবর) দুপুরে চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর মোল্লাপাড়া মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বক্তারা বলেন, মাদকাসক্ত দুর্নীতিবাজ ও ঘুষখোর চেয়ারম্যান শহিদুল্লার মনোনয়ন বাতিল করে যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জোর দাবী জানান।
পরে চরগোয়ালিনী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলীনুরের সমর্থকরা বিক্ষোভ মিছিলটি বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে।
উপজেলা আওয়ামী লীগের সূত্র জানায়, কেন্দ্র থেকে রোববার বিকালে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী হিসেবে চরগোয়ালিনী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শহিদুল্লাহ সরকারকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি স্থানীয় আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত সমর্থকরা।