রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রামগড় পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার অভিযোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

খাগড়াছড়ির রামগড় পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীর পোস্টার ছিড়ে ফেলার খবর পাওয়া গেছে।অভিযোগ রয়েছে ৯নং ওয়ার্ডে ডালিম প্রতীকের প্রার্থী মোহাম্মদ আফছারের নির্বাচনী পোস্টারগুলো রাতের আঁধারে ছিঁড়ে ফেলছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

ভুক্তভোগী মোহাম্মদ আফছার জানান,তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল তার নির্বাচনী পোস্টার গুলো ছিঁড়ে ফেলছেন।তার নির্বাচনী প্রচারণায় বাঁধা দিতে রাতের আঁধারে তার প্রতিপক্ষ কাউন্সিলররা তাদের সমর্থকদের দিয়ে এই অপকর্ম ঘটাচ্ছেন।

মোহাম্মদ আফসারের সমর্থক নিজাম উদ্দীন ও মোহাম্মদ শাহজাহান জানান,১৯অক্টোবর থেকে নির্বাচনী এলাকায় প্রায় ২৫০০ পোস্টার লাগিয়েছি।এখন তার সিকি ভাগ ও নেই।দুর্বৃত্তরা সব ছিড়ে ফেলতেছে।তিনি আরো জানান,রামগড়ের আনন্দপাড়া,নদীরকুল এবং দারোগাপাড়া এলাকায় লাগানো সব পোস্টার ছিড়ে ফেলা হয়েছে।একটি পোস্টার ও নেই। ,নদীরকুল এবং দারোগাপাড়া এলাকায় লাগানো সব পোস্টার ছিড়ে ফেলা হয়েছে।একটি পোস্টার ও নেই।

৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ আফসার জানান,এ বিষয়ে তিনি রামগড় থানা কতৃপক্ষকে মৌখিকভাবে জানিয়েছেন।নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দেয়ার জন্য প্রস্তুুতি নিচ্ছেন বলে জানান তিনি।

রামগড় থানার পরিদর্শক (তদন্ত)রাজীব কর জানান,বিষয়টি খতিয়ে দেখা হবে।প্রমান পেলে দোষীদের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা নেয়া হবে।

রামগড় পৌরসভা নির্বাচনে এবার মেয়র পদে ভোট হচ্ছেনা।মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রফিকুল আলম কামালকে বিনা প্রতিদ্বন্ধিতায় বেসরকারি ভাবে মেয়র ঘোষণা করেছে নির্বাচন কমিশন।আগামী ২নভেম্বর ইভিএমের মাধ্যমে রামগড় পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।পৌরসভার ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ২৭ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯জন নির্বাচন করবেন।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।