বনা সদর উপজেলার মালিগাছ ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে শামসুল শেখ এর সাথে প্রতিবেশি রোস্তম আলী, ওসমান মুন্সী, কাশেম, আহমেদ জোরপূর্বক এক সপ্তাহ যাবত যাতাযাতের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে করে ১০ থেকে ১৫টি পরিবারের লোকজন চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সরজমিনে গিয়ে ভক্তভোগিদের সাথে কথা বলে জানা গেছে, ৬০ থেকে ৭০ বছর ধরে এই কাঁচা রাস্তা দিয়ে ওই সকল পরিবারের লোকজন যাতাযাত করে আসছিল। কিন্তু প্রতিবেশি রোস্তম, ওসমান ও কাশেম সিমেন্টর খুটি দিয়ে চলাচলের রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
ভুক্তভোগিরা জানান, এবিষয়ে তাদেরকে বাধা দিলে তারা লাঠিশোঠা ও ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখায়। এতে তাদের ভয়ে গ্রামের কেউ কিছু বলতে সাহস পাই না। তবে এই রাস্তা দিয়ে পাশের মাঠের জমির বিভিন্ন ফসলাদি ঘরে তুলা হয়। কিন্তু রাস্তা বন্ধ থাকার কারনে আশপাশের লোকজন তাদের ফসল ঘরে তুলতে পারছেনা। এবিষয়ে গ্রাম্য প্রধানগণ তাদের কাছ থেকে দুইমাস সময় চাওয়ার পরে হলে তারা প্রধানদের উপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রাস্তাটি বন্ধু করে দেয়। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে জানানো হলে তারা এর কোনো সুরাহ দিতে পারেনি।
#চলনবিলের আলো / আপন