শুক্রবার , ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে তরুন সমাজ সেবক তিতাস ও হাবিবের উদ্যোগে রাস্তা মেরামত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ জুন, ২০২০

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ-

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের ছোট্র একটি বাজার সংলগ্ন সাইনদহ গ্রাম। সেই সাইনদহ বাজার থেকে পাকার মাথার মাঝামাঝি রাস্তার বেশ কিছু জায়গা একটু বৃষ্টি হলেই জলবদ্ধতা হয়ে খানাখন্দায় পরিনত হয় । সেখানকার লোকজন চলাচল করতে গিয়ে ছোট বড় দূর্ঘটনাও ঘটেছে ইতিমধ্যে। কয়েকদিন আগে দৈনিক সকালের সময় এর সাংবাদিক আশরাফুজ্জামান সরকার ও তার সহকর্মীরা মোটরসাইকেল যোগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে উক্ত স্থানে দূর্ঘটনার কবল থেকে রক্ষা পায়।

 

অত্র এলাকার মানুষজন বিভিন্ন সময় বিভিন্ন জনকে বলেও রাস্তার মেরামত করাতে পারেননি। লোকজনের এই দুঃখ,দূর্দশা দেখে এগিয়ে এলেন পলাশবাড়ী পৌরসভার ঠিকাদারী প্রতিষ্ঠান তাজদীদ এন্টারপ্রাইজ এবং রওশন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম তিতাস ও হাবিবুর রহমান হাবিব।ব্যক্তিগত অর্থ দিয়ে শুরু করলেন মেরামতের কাজ। এলাকাবাসী তাদের এই মহতী উদ্যোগ দেখে আনন্দ প্রকাশ করেছেন।

 

এলাকাবাসীর মতামত তরুন প্রজন্মরা এভাবে এগিয়ে এলেই দেশ একদিন উন্নয়নের শিখড়ে পৌঁছে যাবে। এলাকাবাসীর মতে নতুন প্রজন্মের এহেন মহতী উদ্যোগ ও কর্মকান্ডে দূর্ভোগময় এলাকা সাইনদহের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে !

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।