জমির আমন ধান পেকে গেছে। এক সপ্তাহের মধ্যেই ধান কেটে ঘরে তোলার স্বপ্ন দেখছেন এক দরিদ্র কৃষক। ঠিক এসময়ই গভীর রাতে কে বা কাহারা পাকা জমিতে ক্ষতিকর আগাছানাশক স্প্রে করে। ফলে ওই কৃষকের ৩ বিঘা জমির ধান বিনষ্ট হয়। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার গভীর রাতে নাটোরের সিংড়া উপজেলার ২ নং ডাহিয়া ইউনিয়নের কৈডালা গ্রামে। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের নাম শফিকুল ইসলাম। কৃষক শফিকুল কৈডালা গ্রামের ওফিজ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, একই কায়দার ক্ষতিকর বিষ স্প্রে করে গতবছরও কৃষক শফিকুলের প্রায় সাড়ে ৪ বিঘা জমির পাকা ধান নষ্ট করা হয়েছিল।
ক্ষতিগ্রস্থ কৃষক শফিকুল জানান, জমি নিয়ে প্রতিপক্ষের সাথে দ্বন্দ থাকায় প্রতিবছরই এভাবে আমার জমির ধান নষ্ট করছে। আমি থানায় অভিযোগ করবো। সুষ্ঠ তদন্ত সাপক্ষে সুবিচার চাই।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সেলিম রেজা বলেন, ফল বাগানে আগাছা দমনের জন্য এক ধরনের আগাছানাশক বিষ ব্যবহার করা হয়। যা ধান জাতীয় ফসলের জন্য ক্ষতিকর। এধরনের বিষ স্প্রে করে অন্যের ফসল নষ্ট করা দন্ডনীয় অপরাধ।
#চলনবিলের আলো / আপন