নওগাঁর আত্রাইয়ে জাতপাড়া ইটভাটার পাশ থেকে মোঃ রুবেল সরদার (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে আত্রাই থানা পুলিশ। সে উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত মুজিবুর সরদারের ছেলে।
বুধবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার দিকে আটক করা হয়। আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ জানান, উপজেলার জাতপাড়া ইট ভাটার পার্শ্বে হিরোইন ব্যবসায়ীর হিরোইন বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বিক্রেতা মোঃ রুবেল সরদারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ (চৌদ্দ) পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।
আটককৃতর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।এবং তাকে জেলে হাজতে প্রেরণ করা হয়েছে।
#চলনবিলের আলো / আপন