ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের উলুহাটি শিমুলতলা বাজারে কৃষি জাত পণ্য ও কীটনাশকের দোকান ‘তানিশা ট্রেডার্সে’ এক দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার দিবাগত রাতের কোন একসময়ে কে বা কাহারা দোকানের পিছনের দরজা ভেঙ্গে প্রায় দুই লাখ টাকা মূল্যের কৃষি বীজ, কীটনাশক ও কৃষি ফসল উৎপাদন বৃদ্ধিকরনে বিভিন্ন ঔষধ চুরি করে নিয়ে যায়। তানিশা ট্রেডার্সের মালিক নজরুল ইসলাম জানান, প্রতিদিনের মতোই তিনি দোকানে তালা লাগিয়ে বাড়ি চলে যান। পরদিন বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে দোকান খুলতে এসে তিনি এ চুরির আলামত দেখতে পান। সরজমিন গিয়ে দেখা যায়, দোকানের পিছনের দরজা ভাঙ্গা ও টিনের বেড়া কাটা অবস্থায় পড়ে রয়েছে। এছাড়া দোকানের ভিতর সকল জিনিসপত্র তথা মালামালের ফাইল খালি এবং দোকানের ভিতর কিছু মালামাল এলোপাথারি ছিটিয়ে পড়ে রয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবুল হাসেম বাজারের চুরি হওয়ার ঘটনা নিশ্চিত করে জানান, অজানা কোন একচক্র একের পর এক বাজার সহ এলাকার বিভিন্ন গ্রামে চুরি ঘটনা ঘটিয়ে যাচ্ছে। চুরির ঘটনা রোধকল্পে একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন সহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাজারের ব্যবসায়ীবৃন্দ।
#চলনবিলের আলো / আপন