সিরাজগঞ্জের তাড়াশে গভীররাত পর্যন্ত পাড়া মহল্লায় বখাটেপনায় করাতে নিষেধ করায় আব্দুস সালাম নামের এক সাংবাদিকের বাড়িতে হামলা চালিয়েছে বখাটেরা।
এ ঘটনায় সাংবাদিক আব্দুস সালাম বাদি হয়ে বখাটেরদের বিরুদ্ধে তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বুধবার (২০অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়নের বিরল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযোগ সুত্রে ও সাংবাদিক আব্দুস সালাম জানান, উপজেলার বিরোল গ্রামের পশ্চিমপাড়ায় ছানা শেখের ছেলে সেরাজ সেখের মুদি দোকানে একই গ্রামের কতিপয় বখাটেরা গভীর রাত পর্যন্ত কেরামবোর্ড খেলাসহ হইচই করে। পরে প্রতিবেশি সাংবাদিক আব্দুস সালামের স্ত্রী তাদের বখাটেপনা ও হইচই করতে নিষেধ করেন। এ সময় ওই বখাটেরা ক্ষিপ্ত হয়ে তার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ও হামলা চালায়।
এ বিষয়ে তাড়াশ অফিসার ইনচার্জ (ওসি) মো. ফজলে আশিক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ পাঠিয়েছিলাম। এছাড়া একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
#চলনবিলের আলো / আপন