সোমবার , ২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জামালপুরের সরিষাবাড়িতে কষ্টি পাথরের মুর্তিসহ দুই চোরা চালানকারী গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

জামালপুরের সরিষাবাড়িতে কষ্টি পাথরের মুর্তিসহ দুই চোরা চালানকারীকে গ্রেফতার করেছে জামালপুর র‌্যাব-১৪। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মহাদান গ্রামের মৃত রাফাদান মন্ডলের ছেলে আফতাব উদ্দিন ও  বাউশি গ্রামের মৃত আজম মন্ডলের ছেলে আব্দুল মজিদ(৫০)।১৭-অক্টোবর সন্ধ্যায় উপজেলার শ্যামের পাড়া থেকে তাদের আটক করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে জামালপুর র‌্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ১৭-অক্টোবর সন্ধ্যার দিকে জামালপুর র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এর নেতৃত্বে এবং অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহা এর উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল সরিষাবাড়ী উপজেলার শ্যামের পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি কষ্টি পাথরের মূর্তি-সহ দুই জন চোরাচালানকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত কষ্টি পাথরের মুর্তির আনুমানিক মূল্য এক কোটি টাকা।  জামালপুর র‌্যাব-১৪ ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে কষ্টি পাথরের মুর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল। এবং তাদের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।