বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি, সিংড়া উপজেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপিত্ব করেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সিংড়া উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানা। সমিতির সাধারণ সম্পাদক তারেকুজ্জামান লিটনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, সমিতির নাটোর জেলা শাখার সহসভাপতি মোঃ আফছার আলী, জেলা শাখার য়ুগ্ন সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ অন্যরা।
বক্তারা বলেন, করোনাকালীন সময়ে দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বই ব্যবসায় আমরা অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছি। এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় সেই সংকট কেটে উঠতে পারছি। বক্তারা সমিতির সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির জন্য সবাইকে সক্রিয় হওয়ায় আহবান জানান।
#চলনবিলের আলো / আপন