রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাপাহারে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় তিন সদস্য গ্রেফতার

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
নওগাঁর সাপাহারে  থানা পুলিশের পৃথক দুটি  অভিযানে দেশের বিভিন্ন এলাকা হতে আন্তঃজেলা চোর চক্রের তিনজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
উল্লেখ্য সাপাহার ইউনিয়ন পরিষদ নিকটস্থ গ্রামীণফোন টাওয়ার অফিসের গ্রামীণফোনের সরঞ্জাম গোপনে  বিক্রয় ও মালামাল চুরির ঘটনায় অনুসন্ধানমূলক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলো পিরোজপুর জেলার কাউখালী উপজেলার বৌলাকান্দা গ্রামের শহীদ মাঝির ছেলে মাইনুল ইসলাম (২৫), ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাকপুর মির্দাবাড়ী গ্রামের শাহআলমের ছেলে মামুন (৩২) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মোকামবাড়ী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইমরান (২৩)।
থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত আগষ্ট মাসের ২৩ তারিখে উপজেলার ইউনিয়ন পরিষদ পার্শ্বে মরহুম দুলাল চৌধুরীর বাড়ীর নিচতলায় সংরক্ষিত গ্রামীণফোনের মালামাল বিক্রয় করা নগদ ১৬ লক্ষ ৬০ হাজার ৯০৪ টাকা ও ১০ লক্ষ ৭৯ হাজার ৮০ টাকার মালামাল চুরি হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতি জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া (বিপিএম)’র দিক নির্দেশনায় সাপাহার থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকারের নের্তৃত্বে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মানিক হোসেন মামলার তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার (১১ অক্টোবর) পুলিশ উপ পরিদর্শক মানিক হোসেন সঙ্গীয় চৌকস ফোর্স সহ তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় ভোর সোয়া ৫টায় টঙ্গী পশ্চিম থানা ও সকাল ৬.১০ টায় নারায়নগঞ্জের রূপগঞ্জ থানায় দুটি পৃথক অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের ওই তিনজন সদস্যকে গ্রেফতার করে সাপাহার থানায় নিয়ে আসেন। ১৩ অক্টোবর বুধবার আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে ।
অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত তিন সদস্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনা স্বীকার করে। উক্ত চুরি মামলার ঘটনায় চোরাই মালামাল উদ্ধার সহ ঘটনার সাথে জড়িত সকল আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।