শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চঞ্চলকে চেয়ারম্যান হিসেবে আবার দেখতে চান দেবোত্তর ইউনিয়নবাসি

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

আটঘরিয়া উপজেলার আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বর্তমান দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাঈমিনুল হোসেন চঞ্চলকে আবারও চেয়ারম্যান হিসেবে দেখতে চান দেবোত্তর ইউনিয় বাসি। সকল নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশরতœ জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মিছিল মিটিং আলোচনা সভা ও সমাবেশ প্রতিনিয়তই করে যাচ্ছেন।

১৯৯০ সালের স্বৈরাশাসক এরশাদ বিরোধী আন্দোলন, ১৯৯৬ এর ১৫ই ফ্রেবুয়ারী বিএনপির অসাংবিধানিক নির্বাচন প্রতিহত করণ ও নির্বাচন পরবর্তী সকল আন্দোলন ও কর্মসূচীতে যোগদান করে ২০০৬ সালে কেন্দ্রিয় কর্মসূচী বাস্তবায়নে লগি-বৈঠা আন্দোলনে আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সঙ্গে ঢাকায় গিয়ে সক্রিয় ভূমিকা পালন করেছিলাম। আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের নির্বাচনী বিশেষ বর্ধিত সভায় তিনি একথা গুলো অনুসন্ধানে জানা গেছে।

জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার ও যুদ্ধপরাধীদের বিচারের রায় কার্যকর করার দাবিতে মিছিল মিটিং সমাবেশসহ সকল কর্মসূচী পালন করেছি। দেবোত্তর ইউনিয়ন ও আটঘরিয়া উপজেলায় জামাত শিবিরের নৃশংশতার জ্বালাও পোড়াও এর বিরুদ্ধে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করি। তৎকালীন স্বৈরাশাসক এরশাদ বিরোধী আন্দোলনে পুলিশী নির্যাতনের শিকার হয়েছি। বিএনপি জামাত জোট সরকারের আমলে শারীরিক ভাবে একাধিক বার নির্যাতিত হই ও মিথ্যা মামলার শিকার হই। তাই আমি মনে করি মানবতার মা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা আমাকে আবার মনোনয়ন দেওয়া হলে এবং আমি নির্বাচিত হলে আমার নেত্রীর হাতকে শক্তিশালি করে গড়ে তুলব এবং জনসাধারণকে সঙ্গে নিয়ে দেবোত্তর ইউনিয়নের উন্নয়নমুলক কাজ করব।

অনুসন্ধানে আরও জানা গেছে, উপজেলা আওয়ামীলীগের নির্বাচিত সাধারন সম্পাদক ও দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিনুল হোসেন চঞ্চল একজন নৌকার কান্ডারি। নেতা হিসেবে বিভিন্ন মহলের কাছে চঞ্চলের ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে। তবে আওয়ামী লীগের বহু নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি চঞ্চলকে নৌকা প্রতিক দিলে বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হবেন বলে মনে করছেন তারা।

তিনি এলাকার জনসাধারণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন। চঞ্চল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে দেবোত্তর ইউনিয়নে তার অপরিসীম অবদান রয়েছে। সবমিলিয়ে আওয়ামী লীগ থেকে চঞ্চলকে মনোনয়ন দেওয়া হলে নৌকা সহজ জয় কেউ ঠেকাতে পারবে না। এমনটাই জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল নেতা কর্মীরা বলেন, চঞ্চল ভাইয়ে ব্যাপক জনপ্রিয়তা আমাদের ইউনিয়নে। তাকে মনোনয়ন দেওয়া হলে অবশ্যই জয়ী হতে পারবেন। তিনি আবার দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে তার অসমাপ্ত উন্নয়ন কর্মকান্ড গুলোকে সফলভাবে এগিয়ে নিতে পারবেন।

উপজেলা চেয়ারম্যান মোঃ তানভীর ইসলাম বলেন, দেবোত্তর ইউনিয়নের প্রত্যেকটা মানুষের সঙ্গে চঞ্চল চেয়ারম্যানের ভাল সম্পর্ক রয়েছে। তিনি সব সময় এলাকার মানুষের পাশে থাকেন। তিনিই একমাত্র যোগ্য প্রার্থী বলে আমি মনে করি। বঙ্গবন্ধুর আদর্শের অনুসারীরা সবাই চায় চঞ্চল মনোনয়ন পান। তাঁকে মনোনয়ন দেওয়া হলে নৌকার জয় নিশ্চিত। তিনি আরও বলে, নেতা হিসেবে দেবোত্তর ইউনিয়নে সবচেয়ে বেশি যোগ্য বলে আমি মনে করি। তার কর্ম দক্ষতা, সাংগঠনিক অভিজ্ঞতা সবই ভাল। তার মধ্যে মানুষের সেবা করার মন মানসিকতা রয়েছে।

দেবোত্তর ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলির সদস্য প্রভাষক পাঞ্জাব আলী, সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন বলেন, এলাকার মানুষের যেকোনো বিপদে আপদে পাশে দাঁড়ান চঞ্চল সাহেব। তিনি শিক্ষিত একজন ব্যক্তি। সামাজিক, সাংস্কৃতিক যেকোনো আয়োজনে তিনি সহযোগিতা করেন। তিনি সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে রাতদিন যোগাযোগ রাখেন। ফলে অন্য যেকোনো প্রার্থীর চেয়ে ব্যক্তিগত জনপ্রিয়তাই চঞ্চল এগিয়ে আছেন। তার অবদান রয়েছে দেবোত্তর ইউনিয়ন বাসির কাছে। এবার তিনি নৌকা প্রতিক পেলে বিপুল ভোটে বিজয়ী হবেন বলে মনে করছেন তারা

চঞ্চল চেয়ারম্যান এ প্রতিবেদককে বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আমার ইউনিয়নে ব্যাপক উন্নয়নমুলক কাজ করেছি। বয়ষ্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালিন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ যত রকম ভাতা আছে আমার ইউনিয়নে দিয়েছি। আমিও দীর্ঘদিন ধরে এলাকায় নানা উন্নয়ন মূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছি। আশা করি জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার মা আমাকে আবার নৌকা প্রতীক দিবেন। আমি আশাবাদি নৌকা প্রতীক পেলে বিপুল ভোটে বিজয়ী হবো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।