রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে সাড়ে ১৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে সাহেবেরহাট বাজারে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মেয়াদ উত্তীর্ণ পণ্য ও অ-স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য বিক্রির অপরাধে ১৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও বরিশাল জেলা সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় আগৈলঝাড়া উপজেলার রতœপুর ইউনিয়নের সাহেবেরহাট বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযানে সাহেবেরহাট বাজারের আরতী মেডিকেল হলের মালিক নিহার বাড়ৈকে দোকানে মেয়াদ উতবতীর্ণ ঔষধ রাখার অপরাধে ৮ হাজার টাকা, একই বাজারের জিজাস মেডিকেল হলের মালিক বাদলকে স্যাম্পল ঔষধ বিক্রির অপরাধে ২ হাজার ৫ শত টাকা ও পবিত্র মিষ্টান্ন ভান্ডারের মালিক জগদীশ গাইনকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অপরাধে ৪ হাজার টাকাসহ ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করেন।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র বলেন, আমার প্রায়ই জেলা ও বিভিন্ন উপজেলায় এই অভিযান পরিচালনা করে থাকি। যাতে কোন ব্যবসা প্রতিষ্ঠান মেয়াদ উত্তীর্ণ নিত্যপন্য বিক্রি করতে না পারে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।