সোমবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চাটমোহরে শেষ মূহুর্তে সাজসজ্জায় ব্যস্ত মা দূর্গা

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ অক্টোবর, ২০২১

পাবনার চাটমোহরে মহালয়ার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতোমধ্যে পূজা উদযাপনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। সোমবার ১১ অক্টোবর বোধন শেষে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে পূজানুষ্ঠান। দূর্গাপূজাকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। এরইমধ্যে মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে। শেষ মূহুর্তে চলছে রং তুলির আঁচড় ও সাজ সজ্জা। দূর্গাপূজা উপলক্ষে চাটমোহরের মার্কেটগুলোতেও গভীর রাত পর্যন্ত জমজমাট কেনাকাটা চলছে। দূর্গাপূজার কারণে খোলা ছিল মার্কেটগুলো।
এবার চাটমোহরে ৫৫টি মন্ডপে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে চাটমোহর পৌরসভায় ১৪টি, হান্ডিয়াল ইউনিয়নে ১৪টি, নিমাইচড়া ইউনিয়নে ৯টি, বিলচলন ইউনিয়নে ৩টি, হরিপুর ইউনিয়নে ৩টি, গুনাইগাছা ইউনিয়নে ৩টি, মূলগ্রামে ৪টি, ছাইকোলায় ১টি, পাশর্^ডাঙ্গায় ১টি, ডিবিগ্রাম ইউনিয়নে ১টি ও ফৈলজানা ইউনিয়নে ২টি। মথুরাপুর ইউনিয়নে কোন পূজা হচ্ছে না। ১৫ অক্টোর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী এই পূজা উৎসব।
শারদীয় দূর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন সব ধরণের ব্যবস্থা করেছে। উপজেলা প্রশাসন ও পৌরসভা পৃথক মতবিনিময় সভা করেছে হিন্দু নেতৃবৃন্দের সাথে।
চাটমোহর থানার ওসি মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, পূজামন্ডপ গুলোতে পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবে। থাকবে টাইকিং ফোর্স। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠানে পুলিশের সার্বক্ষনিক সহযোগিতা থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম জানান, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হয়েছে। গঠণ করা হয়েছে ৩টি ভিজিলেন্স টিম। আইন শৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে। আমরাও সার্বক্ষনিক নজরদারি করবো। দূর্গাপূজা নির্বিঘেœ অনুষ্ঠানের জন্য প্রশাসনের সকল ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিকে সরকারিভাবে প্রতিটি পূজামন্ডপে ৫০০ কেজি করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাউজার প্রদান করা হয়েছে। পৌরসভার মেয়র এ্যাড. সাথাওয়াত হোসেন সাখো পৌরসভার ১৪টি মন্ডপ ছাড়াও বিলচলন ইউনিয়নের ২টি মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।