নীলফামারীর ডোমার পৌর সভার নির্বাচনে মনোনয় পত্র জমার শেষ দিন রবিবার মেয়র পদে তিন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তারা হলেন আওয়ামী লীগের গণেশ কুমার আগরওয়ালা (নৌকা)। তিনি পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক। সতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মনছুরুল ইসলাম দানু। বর্তমানে তার কোন দলীয় পরিচয় না থাকলেও তিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন।অপর সতন্ত্র প্রার্থী আফরোজা নাজনিন। তিনি পৌরসভাটির সাবেক মেয়র মরহুম আজাহারুল ইসলামের বোন। পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে মেয়র পদে প্রথম নারী প্রার্থী তিনি।এছাড়া নয়টি ওয়ার্ডে সাধারণ কাউিন্সলর পদে ৩৩ জন সংরক্ষিত নারী কাউন্সিল পদে
১৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।জেলা নির্বাচন কর্মকর্তা ও ওই নির্বাচনের রির্টানিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, পৌরসভাটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২ নভেম্বর। তফশীল
অনুযায়ী যাচাই-বছাই ১১ অক্টোবর, প্রত্যাহারের শেষ দিন ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর।
১৩ হাজার ৫৪০ ভোটারের পৌরসভাটিতে নয়টি কেন্দ্রের ৫১টি বুথে প্রথমবারের ন্যায় ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে।