মা ইলিশ রক্ষায় নদীতে অভিযানকালে জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের স্পীটবোর্ডে কতিপয় জেলের হামলার ঘটনায় সাত জেলেকে আটক করেছে থানা পুলিশ। অপরদিকে শনিবার দুপুর পর্যন্ত ইউএনও’র নিরাপত্তার দায়িত্বে থাকা এক আনসার সদস্যর নদীতে পরে যাওয়া শর্টগানটি উদ্ধার করা সম্ভব হয়নি।
শনিবার দুপুরে আটকের সত্যতা স্বীকার করে মেহেন্দিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, থানা পুলিশ রাতভর অভিযান চালিয়ে ইউএনও’র ওপর হামলা চালানোর সন্দেহে সাত জেলেকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি হামলার কাজে ব্যবহৃত শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার (ফাইটার) জব্দ করাসহ অন্যান্য হামলাকারীদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে ইউএনও, উপজেলা মৎস্য কর্মকর্তা, তিনজন আনসার সদস্যসহ আট সদস্যর একটি দল স্পিডবোটযোগে মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান পরিচালনা করেন। এসময় দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সিকদার বাড়ি ঘাট সংলগ্ন গজারিয়া নদীতে মাছ ধরার শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার (ফাইটার) স্পিডবোটে স্বজোরে ধাক্কা দেয়। এতে আনসার সদস্য মোঃ ইব্রাহিম ও মোঃ তুহিন স্পীডবোর্ড থেকে ছিটকে নদীতে পরে যায়। পরে তাদেরকে স্পীডবোর্ডে তোলার পর দেখা যায় তুহিনের সাথে থাকা আগ্নেয়াস্ত্রটি নদীতে তলিয়ে গেছে।

রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ইউএনও’র স্পীটবোর্ডে হামলা! বরিশালে সাত জেলে আটক
প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ অক্টোবর, ২০২১