বরিশালের আগৈলঝাড়ায় পাগলা কুকুরের কামড়ে ৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
আহত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ও শুক্রবার সকালে উপজেলার আহুতি বাটরা গ্রামের সীতল গাইনের ছেলে সজীব গাইন (১০), কারফা গ্রামের ললিত দে’র ছেলে নিখিল দে (৪৫), বাহাদুরপুর গ্রামের পলাশ চক্রবর্তীর ছেলে প্রান্ত চক্রকর্তী (১১), একই গ্রামের লক্ষণ বৈদ্যর ছেলে স্বপ্নীল বৈদ্য (৬) ও বাশাইল গ্রামের সাইদুল ফকিরের ছেলে মাসুদ ফকিরকে (৫) পাগলা কুকুরের কামড়ে আহত হয়।
পাগলা কুকুরের কামড়ে আহত সজিব গাইন জানান, বাড়ি থেকে বের হয়ে বাজারে যাওয়ার পথে পিছন দিক থেকে এসে একটি পাগলা কুকুর পায়ের উপর কামড়ে আহত করে।
এ ব্যপারে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. জাহেদ হোসেন জানান, পাগলা কুকুরের কামড়ে আহত হয়ে ৫জন চিকিৎসা নিতে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
তিনি আরও জানান, কুকুরে কামড় দিলে প্রথমত জলাতংক রোগ প্রতিরোধ ৫টি রেভিক্স ভ্যাকসিন নিতে হবে।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় পাগলা কুকুরের কামড়ে ৫ জন আহত
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১