আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি তৃতীয় ধাপের নির্বাচন কার্যক্রম। ঘোষণা হয়নি তফশীল। তবুও সিরাজগঞ্জের তাড়াশে আসন্ন ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে প্রার্থী হতে স্থানীয় তৃণমূল আওয়ামীলীগের ৮৯ জন দলীয় মনোনয়ন পাওয়ার জন্য আবেদন করেছেন তাড়াশ উপজেলা আওয়ামীলীগের কাছে।
উপজেলা আওয়ামীলীগের দলীয় সূত্রে জানা যায়, আগামী তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে স্থানীয় উপজেলা আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের কাছে বিনা ফি-তে আবেদন আহবান করেন। সে মোতাবেক গত ৪ ও ৫ অক্টোবর দুই দিনে দলীয় প্রার্থী হতে চেয়ে স্ব-স্ব প্রার্থী দলীয় কার্যালয়ে ৮৯ জন লিখিত আবেদন করেন ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার বলেন, আগামী তৃতীয় ধাপে নির্বাচনকে সামনে রেখে তাড়াশ উপজেলার আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ১ নং তালম ইউনিয়নে ৪ জন, ২ নং বারুহাঁস ইউনিয়নে ৯ জন, ৩ নং সগুনা ইউনিয়নে ১৫ জন, ৪ নং মাগুড়া বিনোদ ইউনিয়নে ১০ জন, ৫ নং নওগাঁ ইউনিয়নে ১৫ জন, ৬ নং তাড়াশ সদর ইউনিয়নে ১৬ জন, ৭ নং মাধাইনগর ইউনিয়নে ১২ জন ও ৮নং দেশীগ্রাম ইউনিয়নে ৮ জন দলীয় প্রার্থী হতে আবেদন করেছেন।
এ প্রসঙ্গে তিনি আরো জানান, পরবর্তীতে প্রথমে ৮ টি ইউনিয়নে বর্ধিত সভা করা হবে। সেখান থেকে পাওয়া তৃণমূলের মতামত নেয়ার পর তা উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় আলোচনা হবে। পরে তৃণমূল ও উপজেলা আওয়ামীলীগের সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতেই দলীয় মনোনয়নের জন্য নাম কেন্দ্রে পাঠানো সিদ্ধান্ত নেয়া হবে।