রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

৭২ ঘন্টার মধ্যে সাপাহার হতে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করলো পুলিশ: আটক-২

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১

নওগাঁর সাপাহারে ছিনতাই হওয়ার ৭২ ঘন্টার মধ্যে একটি মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জের কানসাট এলাকা থেকে উদ্ধার করেছে সাপাহার থানা পুলিশ। এঘটনায় মো. আব্দুল আলিম (৩০) ও মো. শহিদুল ইসলাম ওরফে শাহালাল (২৮) নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবনারায়ন গ্রামের মৃত এজাবুল হকের ছেলে মো. আব্দুল আলিম ও একই উপজেলার গোপালনাগর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে মো. শহিদুল ইসলাম ওরফে শাহালাল বলে জানাগেছে।

বৃহস্পতিবার দুপুর ২ টা ৩০ মিনিটে এক প্রেসব্রিফিংএ সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, গত ২ অক্টোবর শনিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইসলামপুর ও খঞ্জনপুর মাঝামাঝি খেড়ুন্দা রাস্তার মোড় হাতে একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়ার দিক নির্দেশনা মোতাবেক অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমানের নের্তৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আল মাহমুদ সঙ্গীয় ফোর্স সহ তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসার্ট এলকায় রাতভর অভিযান পরিচালনা করে জড়িত সন্দহে মো. আব্দুল আলিম ও মো. শহিদুল ইসলাম ওরফে শাহালাল নামে দুই ছিনতাইকারীকে আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছে থেকে সাপাহার হতে ছিনতাই হওয়া বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মোটরসাইকেল ছিনতাই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃতদের বিরুদ্ধে সাপাহার থানায় একটি নিয়মিত মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে তাদের আদালত সোপর্দ করা হয়েছে। এঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার তৎপরতা চলমান রয়েছে বলেও প্রেস ব্রিফংএ জানান সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার।

উল্লেখ্য, একই ঘটনায় সোমবার দিনগত রাতে সাপাহার উপজেলার নিশ্চিন্তপুর দিঘীপাড়া হতে ওই গ্রামের সোলাইমান হোসেনের ছেলে আকতার হোসেন (৩২) নামে আরও একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।