নাটোর-৪ আসনের সাংসদ আব্দুল কুদ্দুসের গাড়ী পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা ও বড়াইগ্রাম কলেজ ছাত্রলীগ এই কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপি বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে প্রায় দুই শতাধিক ছাত্রলীগের কর্মী, সমর্থক অংশগ্রহন করে।
বড়াইগ্রাম কলেজ এলাকায় আয়োজিত মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম, সরদার সম্পাদক মানিক রায়হান, বড়াইগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি হাসানুজ্জামান শিপন, সম্পাদক নিলয় সরকার নাসিম ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাবেদ মাসুদ সরকার সোহাগ সাধারণ সম্পাদক বড়াইগ্রাম,জুয়েল রানা, গোপালপুর ইউনিয়ন ছাত্রলী সম্পাদক সুমন সরকার প্রমূখ।
উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাবুল ইসলাম বলেন, গত ৩০শে সেপ্টেম্বর চান্দাই ইউনিয়নের দিয়ারগাড়ফা গ্রামে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পাঁচ বারের নির্বাচিত সাংসদ ও বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে উদ্ধোত্যপুর্ণ ও উস্কানিমূলক বক্তব্যে দিয়েছে। তার বক্তব্য প্রত্যাহার করে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এবং তাকে জেলা কমিটিসহ আওয়ামীলীগের সকল সদস্য পদ থেকে বহিস্কারের দাবী জানাচ্ছি।
#চলনবিলের আলো / আপন