পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে পুকুরের পানিতে ডুবে মেহেদি হাসান হ্নদয় নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যূর খবর পাওয়া গেছে। ঘটনাটি সোমবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার গ্রামে ঘটেছে। মেহেদি হাসান হ্নদয় (০৫) ওই গ্রামের মৃত সাদেকুল ইসলামের তৃতীয় পুত্র। পারিবারিক সূত্রে জানাগেছে, রিনা বেগম সহ পরিবারের লোকজন গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। এসময় ওই শিশু প্রতিবেশী সমবয়সীদের সাথে বাড়ির পশ্চিম পার্শ্বে খেলছিল। কিছুক্ষণ পড়ে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির পার্শ্বে পুকুরে মেহেদি হাসানকে ভাসতে দেখেন। তাৎক্ষনিকভাবে আটোয়ারী থানার ওসি (তদন্ত) দুলাল উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ঘটনার সত্যতা শিকার করে জানান, এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যূ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১