বরিশালের আগৈলঝাড়ায় অভিযান চালিয়ে ছয় হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে এক ব্যবসায়িকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যামান আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পয়সারহাট বাজারে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্দোগ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী আতাউর কাজীর দোকান থেকে ৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল হব্দ করা হয়। এসময় ব্যবসায়ি আতাউর কাজীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করে আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোহাম্মদ আলম।

সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ, ব্যবসায়িকে জরিমানা
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১