পাবনার ভাঙ্গুড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের নারীনহ ৯ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দিলপাশার ইউনিয়নের পাছ বেতুয়ান গ্রামে।
আহতরা হলেন পাঁচ বেতুয়ান গ্রামের মৃত আঃ জাব্বারের ছেলে মোঃ নজরুল ইসলাম (৬৫),মৃত আবু বক্করের ছেলে মিল্টন (৩৮),আব্দুল লতিফের ছেলে শাহিন (৩৫),আব্দুল লতিফ সরদারের ছেলে আইযুব আলী(৪৫)। অপরপক্ষ মৃত আব্দুল গফুর প্রামানিকের ছেলে ইউসুফ আলী(৪৫). ফজর পরামানিকের ছেলে আয়ুব আলী(২৮).আছিয়া খাতুন(৪৫),কুরছি খাতুন(৪০),নারগিস আক্তার(৩২) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়,মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে একই গ্রামের রমজান আলী প্রতিবেশি দেলবার হোসেনের ডিঙ্গি নৌকায় নদী পারাপারের পর বৈঠাটি সে নিয়ে যায়। পরবর্তীতে ওই বৈঠা খুঁজে না পাওয়ায় দেলবার হোসেন রমজানের কাছে জানতে চাইলে রমজান অস্বীকার করে বিভিন্নভাবে দিলবার কে গালিগালাজ করে । এ সময় তাদের মধ্যে হাতাহাতির হয়। এর জের ধরে উভয় পক্ষ সংঘষের প্রস্তুতি নেয় । এক পর্যায়ে রমজান বাহিনী দিলবার গং এর উপর মরিজের গুড়া চোখেমুখে ছিটিয়ে দিয়ে লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এ সময় শুরু হয় উভয় পক্ষের সংঘর্ষ। সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়। এ সময় এলাকাবাসী উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
#চলনবিলের আলো / আপন