যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস বিশ্বাসের পুত্র সৌদি প্রবাসী,মঞ্জুরুল ইসলাম এর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ৩ অক্টোবর ( রবিবার) গভীর রাতে,১০/১২ জনের একটি ডাকাত দল বাড়িতে প্রবেশ করে,১৫ ভরি শ্বর্ণের গহনা ও নগদ ৮৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকাবাসী ও পুলিশের মাঝে ব্যাপক নানা কৌতুহল সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার অনেকে বলেন, জনবল এলাকায় ডাকাতি হলে চিৎকার চেচামেচিতে হইচই পড়ে যাওয়ার কথা কিন্তু তেমন ঘটনা ঘটেনি সকালে ঘুম থেকে উঠে জানলাম ডাকাতি হয়েছে,তারা আরো বলেন,ডাকাতির ঘটনার মধ্যে রহস্য আছে।
এবিষয়ে পরিবারের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি না হওয়ায় তাদের বক্তব্য নেয়ে হয়নি। এবিষয়ে ঘটনা স্থলে থাকা পুলিশ পরিদর্শক এসআই গৌতম মন্ডল, পরিবারের সদস্যদের বক্তব্য বরাত দিয়ে বলেন, গভীর রাতে কে বা কারা বাড়িতে ডুকে শ্বর্ণগহনা সহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। তবে তারা বাড়িতে কিভাবে ডুকেছে তার কোন আলামত পাওয়া যায়নি। বিষয়টি গভীর তদন্ত করা হচ্ছে, তদন্তের স্বার্থে প্রবাসীর স্রী পাপড়ি বেগমের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আসা করি দ্রত ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন হবে।
#চলনবিলের আলো / আপন