সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

LAWYER-শব্দটির প্রতিটি বর্ণের মাঝে লুকায়িত একজন আইনজীবির দক্ষতাসমূহ

প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ অক্টোবর, ২০২১
L-Legal Expert= আইনবিষয়ে অভিজ্ঞ
A-Analytical=ব্যাখাকারক
W-Wisdom=জ্ঞানী
Y-Youthful=তারুণ্যময়
E-Evergreen=চির যৌবনের শিল্পী
R-Royalist=রাজকীয়
বলা হয়ে থাকে, একজন ল’য়ারকে সবগুলো বিষয়ের কিছু জানতে হবে, কিন্তু কিছু বিষয়ের সব জানতে হবে।
উপরের বিশ্লেষণ থেকে বুঝতেই পারছেন এই দক্ষতা সমূহ থাকতে হবে একজন আইনজীবিকে, গুণ কিন্তু নয়!
১. সে হবে আইন বিষয়ে অভিজ্ঞ ও আপটুডেট। নতুন নতুন বিষয়ে খোঁজ রাখতে হবে। তাকে আইন জানতে হবে না, বরং জানতে হবে সে আইনটি কোথায় রয়েছে তা পরিষ্কার ভাবে ।
২. হাজার হাজার আইন তার মুখস্ত করতে হবে না। আইনটি সময়মত সঠিক জায়গাতে প্রয়োগের দক্ষতা থাকতে হবে।
৩. সব বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। যদি গণিত বিজ্ঞানের মা হয়ে থাকে তবে আইন হবে বিজ্ঞানের বাবা! একজন দক্ষ আইনজীবিকে সর্বস্তরের জ্ঞান নিয়েকাজ করতে হবে।
৪. একজন আইনজীবী হবে তারুণ্যময়। তার কন্ঠ হবে মাধুর্য্য ও বলিষ্ঠ। যে কারণে বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী
 রফিকুল হক ৫০ বছরের উপর কাজ করছেন আইনজীবী হয়ে। উপস্থাপন করছেন নিজেকে দক্ষতার সাথে। যিনি চির তারুণ্যের অধিকারী।
৫. একজন আইনজীবী হবেন একজন শিল্পী। আদালত হচ্ছে তার জন্য মঞ্চ যেখানে সে তার সবোর্চ্চ পরিশ্রম করবে অভিনয় সঠিক হওয়ার জন্য। নিজেক ব্যক্তিত্ব, আত্ববিশ্বাসে বলিয়ান হয়ে একজন ভাল শিল্পীর মত হবেন তিনি। যে বিচারককে মোহিত করবেন তার অভিনয় শিল্প দিয়ে।
৬. আইনজীবীর জীবন হবে রাজকীয়। রাজার মত তিনি হবেন ভদ্র ও সাহসী। নিজেকে প্রকাশ করবেন রাজকীয় ভাবে আদালতে। নিজেকে ছাড়িয়ে যাবেন নিজের দক্ষতার মাধ্যমে. [For All law student,try to be a good lawyer in future]
লেখকঃ
মোঃ শরিফুল ইসলাম 
লেকচারার, গাজীপুর সেন্ট্রাল ল কলেজ 
এলএলবি ও এলএলএম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, জজ কোর্ট 
পরিচালকঃ Virtual Law College

 

 

#চলনবিলের আলো / আপন

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।