চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ শাহী মসজিদের মোয়াজ্জেম ইব্রাহীম হোসেনের বিরুদ্ধে নারী কেলেষ্কারির অভিযোগ উঠেছে। এ বিষয়ে ৩ সেপ্টেম্বর সোমবার এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার (চাটমোহর) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, ঐতিহ্যবাহী সমাজ শাহী মসজিদের মোয়াজ্জেম দীর্ঘদিন যাবৎ গোপনে নারী কেলেষ্কারি করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার এলাকার একজন মহিলার সাথে অবৈধ সম্পর্কের ফোন আলাপ (রেকডিং) ফাঁস হয়ে যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর পরিস্তিতি তৈরি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সৈকত আহমেদ বলেন, আমার নিকট একটি লিখিত অভিযোগ এসেছে, আমি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করব।
অভিযোগের সত্যতা সম্পর্কে মোয়াজ্জেম ইব্রাহীম নিকট জানতে চাইলে তিনি বলেন, মানহানী করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মুলক এ অভিযোগ করা হয়েছে।
বুধবার , ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২রা শাবান, ১৪৪৭ হিজরি
মসজিদের মোয়াজ্জেমের বিরুদ্ধে নারী কেলেষ্কারির অভিযোগ
প্রকাশিত হয়েছে- সোমবার, ৪ অক্টোবর, ২০২১