বুধবার , ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রাকৃতিক সৌন্দর্য কাশবন পুড়িয়ে দেওয়ার ঘটনায় বইছে সমালোচনার ঝড়

প্রকাশিত হয়েছে- শনিবার, ২ অক্টোবর, ২০২১
সিলেটের সৌন্দর্যপ্রেমীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছিল গোলাপগঞ্জের প্রাকৃতিক কাশবন। সৌন্দর্যপ্রেমীদের পদচারনায় দিনভর মুখরিত থাকতো গোলাপগঞ্জের কাশবন। প্রতিদিন শতশত মানুষ দূরদূরান্ত থেকে কাশবনের সৌন্দর্য উপভোগ করার জন্য আসছিলেন। তবে সৌন্দর্যপ্রেমীদের আকর্ষণীয় প্রাকৃতিক কাশবন এক রাতেই হারিয়ে গেল প্রাকৃতি থেকে। অজ্ঞাত ব্যক্তিদের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সিলেটের গোলাপগঞ্জের প্রাকৃতিক কাঁশবন। কে বা কারা আগুন দিয়েছে, তা জানা যায়নি। গতকাল শুক্রবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে বলে জানা গেছে। আগুন দেখতে পেয়ে বেশ কিছুসংখ্যক মানুষ সেখানে জড়ো হন। আগুনে জনসাধারণের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানাগেছে, সিলেট-জকিগঞ্জ সড়কের চৌঘরী এলাকার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন রাস্তার পূর্ব পাশে এই কাশবনটির অবস্থান।
স্থানীয়রা জানান, সৌন্দর্য উপভোগ করিতে প্রতিদিনই সৌন্দর্যপ্রেমীরা আসতেন কাশবনে।    শুক্রবার ছুটির দিন থাকায় হাজারো মানুষের আগমন ঘটে কাশবনে। পরিবার-পরিজন নিয়ে দূরদূরান্ত থেকে মানুষ আসেন।
অপরদিকে কাশবনে আগুন দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। তারা বলছেন, এটা কোন ভাবেই জ্বালিয়ে দেওয়া উচিত হয়নি। মানুষ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে এটাই প্রাকৃতিক নিয়ম। আল্লাহর দান এ সৌন্দর্য জ্বালিয়ে দেওয়া চরম অন্যায়। আল্লাহ’র দেওয়া ফুলগুলো না জ্বালিয়ে মানুষের প্রবেশ বন্ধ করে দিলেও হতো। প্রকৃতি ধ্বংসকারীদের বিচার হওয়া উচিৎ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।