বরিশালের গৌরনদী বন্দরে ভয়াবহ অগ্নিকান্ডে ১২টি দোকান সম্পূর্ন ভষ্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শনিবার সকাল সাড়ে দশটার দিকে একটি লেপ-তোষক তৈরির দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মূহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিক ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন জানিয়েছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ১২টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ক্ষয়-ক্ষতি নিরুপনের চেষ্টা চলছে বলেও তিনি উল্লেখ করেন।
শনিবার , ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৮শে রজব, ১৪৪৭ হিজরি
গৌরনদীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১২ব্যবসা প্রতিষ্ঠান ভস্মিভূত
প্রকাশিত হয়েছে- শনিবার, ২ অক্টোবর, ২০২১