বরিশালের আগৈলঝাড়ায় রাইচ মিলের মেশিন চুরি করতে গিয়ে হাতে নাতে জনতার হাতে আটক হয়েছে দুই চোর। আটককৃতদের দুই জনকে পুলিশের তুলে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামে শংকর হালদারের বাড়ির রাইস মিলের মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত ধলু কাজীর ছেলে বেল্লাল কাজী (৩৫) ও বার্থী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল কাশেমকে (১৯) স্থাানীয়রা আটক করে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুই চোরকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শংকর হালদার বাদী হয়ে বুধবার রাতেই থানায় মামলা দায়ের করেছে, নং-১৩।
মামলার তদন্তকারী অফিসার এসআই মিজানুর রহমান মিশু জানান, শংকর হালদারের দায়ের করা মামলায়
আটক দুই চোরকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় জনতার হাতে দুই চোর আটক
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১