বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার উত্তর বিজয়পুর এলাকার মাহাবুব সরদারের পুত্র তিনটি মামলার পলাতক আসামি হৃদয় সরদার (২৫) এবং মাগুরা-কুনিয়াকান্দি এলাকার ইদ্রিস মাতুব্বরের পুত্র পলাশ মাতুব্বর (২৩)।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে উপজেলার কটকস্থল এলাকা থেকে ১০৩ পিচ ইয়াবাসহ বিক্রেতা হৃদয় সরদারকে গ্রেফতার করা হয়। অপরদিকে মঙ্গলবার দিবাগত রাতে মাগুরা-কুনিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ পলাশ মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, রাতেই গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেফতার
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১