বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে ভার্চুয়াল পদ্ধতিতে ভবনের উদ্বোধণ করেন মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার, পৌর মেয়র মো. হারিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগ সভাপতি মনির হোসেন মিয়া, ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, অধ্যক্ষ কেএম সরিফুল কামাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেনসহ অন্যান্যরা। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
গৌরনদীতে কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন
প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১