বরিশালের গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী কবিতা আক্তার (১৪) হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত ১নং আসামী আজাদ হোসেন কালুকে (২৯) পাঁচ বছর পর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত কালু গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের লালমিয়া হাওলাদারের পুত্র।
গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, ২০১৬ সালে স্কুল ছাত্রী কবিতা হত্যার পর লিবিয়ায় পালিয়ে যায় আসামী আজাদ হোসেন কালু।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে লিবিয়া থেকে দেশে ফিরে কালু। বিমানবন্দরে কাগজ যাছাই-বাছাইয়ে কালুর বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি জানতে পারেন ইমিগ্রেশন কর্মকর্তারা। পরবর্তীতে ইমিগ্রেশন থেকে গৌরনদী মডেল থানায় যোগাযোগ করা হলে ওই দিনই বিমানবন্দর থেকে কালুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। রবিবার সকালে গ্রেফতারকৃত কালুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার , ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৬শে রজব, ১৪৪৭ হিজরি
বিমানবন্দর থেকে ছাত্রী হত্যা মামলার আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১