বরিশালের আগৈলঝাড়ায় আধা কেজি গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি পিযুষ গ্রেফতার হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের অফিসার ও ফোর্সরা শনিবার অভিযান চালিয়ে উপজেলার বাগধা ইউনিয়নের আস্কর চক্রিবাড়ি গ্রামের মৃত খবির হাওলাদারের ছেলে শাহাদাৎ হাওলাদার ওরফে পিযুষ (৩৯) এর হেফাজতে থাকা ঘরের ওয়ার ড্রপ থেকে আধা কেজি গাঁজা উদ্ধার করে। এসময় মাদক ব্যবসায়ি পিযুষকে গ্রেফতার করেন তারা।
এঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিদর্শক মো. সিদ্দিকুর রহমান বাদী হয়ে শনিবার থানায় মামলা দায়ের করেন, নং-১১(২৫.৯.২১)।
রবিবার সকালে গ্রেফতারকৃত পিযুষকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার , ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় গাঁজাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ি গ্রেফতার
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১