বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, থানা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে বিপুল পরিমান অবৈধ চায়না জাল জব্দ করে তা পুড়িয়ে বিনস্ট করা হয়েছে।
রবিবার দুপুরে থানা পুলিশের সহযোগীতায় আগৈলঝাড়া উপজেলার পয়সা বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন দোকান থেকে ৫ কেজি ৯শ গ্রাম (৬০ বান্ডিল) এবং ৭৬পিস কাঠি কারেন্ট জালসহ মোট প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনু। পরে জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ওসি তদন্ত মো. মাজহারুল ইসলাম, উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, পয়সার হাট বাজার কমিটি সদস্য সচিব ফিরোজ সিকদার।
বুধবার , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় অবৈধ কারেন্ট জাল জব্দ
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১